Frequently Asked Questions
স্ক্র্যাচ কি? এবং স্ক্র্যাচ দিয়ে কি করা যায়?
স্ক্র্যাচ হলো একটি ব্লকভিত্তিক প্রোগ্রামিং ভাষা যার সাহায্যে নিজে নিজে স্টোরি, গেম এবং এনিমেশন তৈরি করা যায়, সাথে সাথে অনলাইন কমিউনিটির সাহায্যে নিজের প্রজেক্ট অন্যদের সাথে শেয়ার করা যায়।
স্ক্র্যাচ কারা ব্যাবহার করতে পারবে?
সব ধরনের মানুষ স্ক্র্যাচ ব্যাবহার করতে পারবে। স্ক্র্যাচ বিশেষভাবে ৮ থেকে ১৬ বছর বয়সীদের জন্য ডিজাইন করা হয়েছে, তবুও সব বয়সের মানুষ স্ক্র্যাচ ব্যাবহার ও শেয়ার করে থাকে।
স্ক্র্যাচ ব্যাবহার করতে কি প্রয়োজন?
স্ক্র্যাচ প্রোগ্রাম ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারগুলোর লেটেস্ট ব্রাউজারগুলোতে রান করবে। স্মার্টফোন থেকে স্ক্র্যাচ প্রজেক্ট দেখা যাবে, কিন্তু প্রজেক্ট তৈরি বা এডিট করা যাবে না।