গত ডিসেম্বর ১৪, ২০২৪ তারিখটি ছিলো গোল্ডেন বাডস ইন্টারন্যাশনাল স্কুলের জন্য একটি আনন্দদায়ক দিন। উত্তরার এই স্কুলটিতে সেদিন অনুষ্ঠিতব্য এডুকেশন কার্নিভালে পরবর্তী প্রজন্মকে প্রোগ্রামিং ও রোবোটিকসের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য উপস্থিত ছিলো স্ক্র্যাচ বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

সেখানে দিনভর স্ক্র্যাচ প্রোগ্রামিং, জেআরসি বোর্ড প্রজেক্ট ও আলফা হিউম্যানয়েড রোবট প্রদর্শন করানো হয়। প্রত্যাশিতভাবেই আলফা হিউম্যানয়েড রোবটটি শিশুদের ও অভিভাবকদের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হয়, নানারকম কসরত দেখিয়ে রোবটটি সকলকে মাতিয়ে রেখেছিলো পুরোটা সময়। একইভাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং সকলের দৃষ্টি আকর্ষণ করে, টেকনোলজিকে আনন্দদায়ক করে তোলা ও খেলার ছলে প্রোগ্রামিং এর মূল বিষয় শেখানোর এই প্ল্যাটফর্মটি সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো। শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এর সাথে হাতে-কলমে পরিচয় করানো হয়, সাথে রোবোটিকস এর প্রকৌশলগুলোও দেখানো হয়।

টেকনোলজি ছাড়াও আরো বেশকিছু স্টলের উপস্থিতি ছিলো কার্নিভালটিতে। নানারকম শীতের পিঠা, খাবার, বই, হ্যান্ডিক্রাফটস, বাচ্চাদের খেলনাসহ আরো নানা সামগ্রীর স্টলে ভরে উঠেছিলো স্কুলটির নিচতলা। দুজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ এডুকেশন কার্নিভালে আমন্ত্রিত হয়েছিলেন শিশুদের মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন করার উদ্দেশ্যে, যেটি অবশ্যই যুগোপযোগী চাহিদার দাবি রাখে।

স্ক্র্যাচ বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এডুকেশন কার্নিভালে আমন্ত্রিত হয়ে এবং প্রদর্শনীর সুযোগ পেয়ে গোল্ডেন বাডস ইন্টারন্যাশনাল স্কুলের এর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। অনুষ্ঠানটি আগামী প্রজন্মকে প্রোগ্রামিং ও রোবোটিকসের সাথে হাতে-কলমে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে একটি সুন্দর উদাহরণ হয়ে থাকবে।